• T20 World Cup: ব্যাটে পন্থ-পাণ্ডিয়া, বলে অর্শদীপ! বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের মহড়া সারল ভারত...
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিউইয়র্কে বিশ্বকাপের মহড়ায় সফল ভারতীয় দল। একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারল ভারত। তবে এদিন রেজাল্টের থেকেও গুরুত্বপূর্ণ দলের কম্বিনেশন। বিরাট কোহলি ছাড়া দলের ১৪ জনকেই প্র্যাকটিস ম্যাচে রেখেছিলেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়। ব্যাট হাতে সফল ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ডিয়া।‌ বল হাতে জোড়া উইকেট তুলে নেন অর্শদীপ সিং। উইকেট পান যশপ্রীত বুমরা,‌ হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেলও। মোট আটজনকে দিয়ে বল করান রোহিত। তিন ওভার হাত ঘোরানোর সুযোগ পান শিবম দুবেও। শেষ ওভারে জোড়া উইকেট তুলে নেন। হ্যাটট্রিকের সুযোগ ছিল। কিন্তু হয়নি। এদিন ওয়ার্ম আপ ম্যাচে তিনটে জিনিস গুরুত্বপুর্ণ ছিল ভারতের জন্য। সকালে খেলা। টাইম জোনের সঙ্গে মানিয়ে নেওয়া। ওপেনিং কম্বিনেশন। তৃতীয়ত, বুমরার বোলিং পার্টনার খোঁজা। তিন নম্বরে নেমে ঋষভ পন্থ সফল হওয়ায় ওপেনিং নিয়ে সমস্যা অনেকটাই মিটে গেল। রোহিতের সঙ্গে সম্ভবত ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলিকে। তিন নম্বরে পন্থ। সুতরাং, প্রথম কয়েকটা ম্যাচে জায়গা হবে না যশস্বী জয়েসওয়ালের। এদিন আইপিএলের ফর্ম বজায় রেখে মারমুখী অর্ধশতরান করেন ঋষভ। ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হন ভারতীয় উইকেটকিপার ব্যাটার‌। ইনিংসে ছিল ৪টি ছয় এবং চার। শুরুটা ভাল করেও ২৩ রানে ফেরেন রোহিত। নিজের চেনা ছন্দে ছিলেন সূর্যকুমার। ১৮ বলে ৩১ রান করেন। তবে প্রস্তুতি ম্যাচের আসল চমক হার্দিক। আইপিএলের ব্যর্থতা ঝেড়ে ফেলে আবার রানে ফিরলেন। তাও আবার নিজস্ব স্টাইলে। চারটে ছক্কা হাঁকান। ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক। গোটা আইপিএলে ব্যাট এবং বল হাতে চূড়ান্ত ব্যর্থ হন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ভারতের জার্সিতে ফিরতেই ফের সাফল্যের সরণিতে। ঋষভ এবং হার্দিকের ব্যাটিং বিশ্বকাপের আগে বড় প্রাপ্তি। ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ। টপ ফাইভ রান পায়নি। পঞ্চম উইকেটে ৭৫ রান যোগ করেন শাকিব আল হাসান (২৮) এবং মাহমদুল্লাহ (৪৫)। নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১২২। দলের সার্বিক পারফরম্যান্সে খুশি হবেন রোহিত। ব্যাটে ঋষভ, হার্দিকের বিধ্বংসী ইনিংস। বলে অর্শদীপ। রান না পেলেও জোড়া উইকেট তুলে নেন শিবম দুবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁর জায়গা প্রায় পাকা। 
  • Link to this news (আজকাল)