• Death : উত্তর প্রদেশে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত ৪, আহত ২
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : গাছের নিচে শুয়ে ছিলেন কয়েকজন গ্রামবাসী। কিন্ত বুঝতে পারেননি মৃত্যু সেখানেই তাঁদের জন্য অপেক্ষা করে আছে। নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি সোজা গিয়ে ধাক্কা মারে তাঁদের। এর ফলে মৃত্যু হয় ৪জনের। আহত হন আরও ২ জন। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের বাদাওন জেলায়। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাঁরা গাড়ির ড্রাইভারকে ধরে তুলে দেন পুলিশের হাতে। তবে দেহগুলি ময়নাতদন্তে নিয়ে যাওয়ার সময় তাঁরা বাধা দেন। ফলে পুলিশের সঙ্গে তাঁদের গোলমাল বাধে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা সামলায়। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
  • Link to this news (আজকাল)