• Revanna : তদন্তে সহযোগিতা করছেন না প্রজ্জ্বল, জানিয়ে দিল সিট
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : তদন্তে সহযোগিতা করছেন না প্রজ্জ্বল রেভান্ন। দাবি করল সিট। তাঁদের করা বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন এই সাংসদ। ফলে আগামীদিনে তাঁকে আরও কঠিন জেরার মুখে পড়তে হবে বলেই সূত্রের খবর। সিটের পক্ষ থেকে বলা হয়েছে সোমবার তাঁরা ঘটনাস্থলে যাবেন। প্রজ্জ্বলকেও সঙ্গে করে তাঁরা নিয়ে যাবেন। প্রজ্জ্বল রেভান্নর মোবাইল ফোনটি কোথায় আছে সেটাও জানার চেষ্টা করছে সিট। প্রসঙ্গত, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর জার্মানিতে পালিয়ে যান প্রজ্জ্বল। সেখান থেকে দেশে ফেরার পর তাঁকে গ্রেপ্তার করে সিট। সূত্রের খবর, প্রজ্জ্বল রেভান্নার মাকেও জিজ্ঞাসা করতে চায় সিট। কিন্তু তিনি কোনও আত্মীয় বাড়িতে লুকিয়ে আছেন বলে জানা গিয়েছে। তাকেও খুঁজছে সিট।
  • Link to this news (আজকাল)