• অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এছাড়া বিপদসীমার ওপর দিয়ে বইছে তিন নদীর জলস্তর।ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবং এর পরবর্তী বৃষ্টিতে অসমে বন্যা শুরু হয়। সেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লক্ষে ছাড়িয়ে গেছে। আসাম সরকারের বন্যা সংক্রান্ত বুলেটিনে জানিয়েছে বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ জন। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যেটির অন্তত ১০টি জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নগাওঁ জেলা। সেখানে বন্যাকবলিত মানুষের সংখ্যা আড়াই লক্ষের বেশি।পরিস্থিতি মোকাবিলায় দিন-রাত উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। রাস্তাঘাট ভেঙে বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রাখা যাচ্ছে না।বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসমের পুলিশ এবং জেলা প্রশাসন রাতে স্থানীয়দের চলাচলে বিধিনিষেধ জারি করেছে। রাজধানী শহর গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন।এমন পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) রাজ্যটিতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
  • Link to this news (আজকাল)