• Weather Update: উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, বাকি রাজ্যে স্বস্তি কবে? ...
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতে আগামী ৩ থেকে ৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী ৪ দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মণিপুরে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে।উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতে আগামী দু'দিন এবং মধ্য ভারতে আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডের কিছু এলাকায় আগামিকাল পর্যন্ত এবং দিল্লি, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার ও ওড়িশায় আজ তাপপ্রবাহ চলবে বলে মৌসম ভবন জানিয়েছে। তবে দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও, হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
  • Link to this news (আজকাল)