• Odisha: গত ৪৮ ঘণ্টায় ওড়িশায় হিটস্ট্রোকে মৃত ৫৪
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তীব্র তাপপ্রবাহে উদ্বেগজনক পরিস্থিতি ওড়িশায়। হিটস্ট্রোকে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গত ৪৮ ঘণ্টায় ওড়িশায় হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন ৫৪ জন। তীব্র তাপপ্রবাহের পরিস্থিতিতে ওড়িশায় মৃত বেড়ে ৯৬ জন। তবে ৫৪ জনের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন স্বাস্থ্য আধিকারিকরা। সরকারের তরফে ৫৪ জনের মৃত্যুর সুস্পষ্ট কারণ জানায়নি। এর আগে মাত্র ৯ জনেরই হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে নিশ্চিতভাবে জানিয়েছে রাজ্য সরকার। হিটস্ট্রোকে মৃত্যুতে রাজ্য সরকারের তরফে মৃতের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওড়িশার পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের জেরে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। গত ৪৮ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বলাঙ্গিরে। সেখানে ২০ জন মারা গিয়েছেন। সম্বলপুরে ১৫ জন, ঝারসুগুড়া, সোনপুর থেকে মোট ১২ জন, সুন্দরগড়ে ২ জন, কেওনঝড়ে ৪ জন এবং বালেশ্বরে ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে মৌসম ভবন জানিয়েছে, তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি পাবে না ওড়িশা। পশ্চিম অংশে এবং উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
  • Link to this news (আজকাল)