আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটে যাওয়ার পরেও বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। ভোটের পর উত্তপ্ত ভাটপাড়া। ঘটনাটি ঘটেছে ভোট মেটার পরে, শনিবার রাতে। অভিযোগ অর্জুন সিং এর নির্বাচনী এজেন্টের বাড়ির পাশে বোমাবাজি করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অন্যদিকে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছে নদীয়াও। খুন হয়েছেন এক বিজেপি কর্মী। শনিবার রাতেই হাফিজুল নামের ওই কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, গুলির পরেও মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয়েছিল তাঁকে। শনিবার ভোট মিটেছে দেশে। ৭ দফার নির্বাচন শেষ হয়েছে ১ জুন। ৪ জুন ফলাফল। অন্যদিকে শেষ দফার নির্বাচনে সন্দেশখালির একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির পর, ফলাফলের দিন সকাল পর্যন্ত সন্দেশখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।