আজকাল ওয়েবডেস্ক: ভোটের দিনেও দফায় দফায় অশান্তি। উত্তপ্ত সন্দেশখালিতে এলাকাবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর পুলিশ। রবিবার সকাল থেকে একাধিক জায়গায় জারি করা হল ১৪৪ ধারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ন্যাজাট থানার অন্তর্গত ৪ গ্রাম পঞ্চায়েতের সড়বেড়িয়া, আগারহাটি, বয়রামারি সহ ১৭টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। উল্লেখ্য, শনিবার সপ্তম দফায় নির্বাচন ছিল বসিরহাটে। ভোটকে কেন্দ্র করে গতকালকেও দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। উত্তপ্ত পরিস্থিতিতে এক পুলিশ কর্মীকেও বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তিনি ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন। গতকালের ঘটনার পর ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।