Nadia: নদিয়ায় বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন
আজকাল | ০২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নদিয়া। সপ্তম দফায় নির্বাচন মিটতেই নৃশংসভাবে খুন করা হল এক বিজেপি কর্মীকে। মৃতের নাম, হাফিজুল শেখ। তিনি চাঁদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জের দেবগ্রামে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে জামতলা বাস স্ট্যান্ডের কাছে এক চায়ের দোকানে বসেছিলেন হাফিজুল। আচমকা বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এরপর তাঁকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ খুনের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃত যুবকের পরিবার। ঘটনার তদন্ত জারি রয়েছে।