• Croatia-Canada: সমস্যায় বেলজিয়াম, কানাডাকে হারিয়ে গ্রুপ জমিয়ে দিল ক্রোয়েশিয়া
    আজকাল | ২৮ নভেম্বর ২০২২
  • ক্রোয়েশিয়া - ৪

    কানাডা - ১

    আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ এফ জমিয়ে দিল ক্রোয়েশিয়া।

    রবিবাসরীয় রাতে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কানাডাকে ৪-১ গোলে হারাল গতবারের রানার্সরা।‌ ৬৮ সেকেন্ডে গোল করেও ইতিহাস গড়া হল না কানাডার। বেলজিয়ামের বিরুদ্ধে ভাল খেলেও গোল পায়নি। কিন্তু এদিন বিশ্বকাপের প্রথম গোল পায় কানাডা। তবে এগিয়ে গিয়েও চার চারটে গোল হজম করল অভিজ্ঞতার অভাবে। মরক্কোর কাছে আটকে যাওয়ার পর বিশ্বকাপের প্রথম জয় পেল ক্রোয়েশিয়া। ম্যাচের শুরুতেই গোল করে কানাডাকে এগিয়ে দেন আলফান্সো ডেভিস। আগেরদিন তাঁর পেনাল্টি বাঁচিয়ে  দেন কুর্তোয়া। তবে এদিন দেশের হয়ে প্রথম গোল করে ইতিহাসের খাতায় নাম তুললেন। শুরুতেই গোল খাওয়ার পর ভয়ঙ্কর হয়ে ওঠে গতবারের রানার্সরা। ম্যাচের ২৬ মিনিটে ১-১ করেন ক্রমারিচ। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়ে যায়। তবে তার দশ মিনিট পর তাঁর গোলেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বিরতির আগেই ব্যবধান বাড়ে। গোল করেন লিভায়া। দ্বিতীয়ার্ধেও মদ্রিচ, পেরিসিচদের দাপট ছিল। ৭০ মিনিটে তৃতীয় গোল করে ক্রোটরা।‌ আবার দলকে এগিয়ে দেন ক্রমারিচ। ম্যাচের অতিরিক্ত সময় কানাডার কফিনে শেষ পেরেক পোঁতে ক্রোয়েশিয়া। বিপক্ষের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ৪-১ করেন ওরসিচ। দুই রাউন্ডের শেষে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া এবং মরক্কো। তিন নম্বরে নেমে গেল বেলজিয়াম। পরের রাউন্ডে যেতে হলে গতবারের রানার্সদের বিরুদ্ধে শেষ ম্যাচ জিততে হবে হ্যাজার্ডদের। 
  • Link to this news (আজকাল)