• 'একজিট পোল নয়, এটা মোদী মিডিয়া পোল', কত আসন পারে ইন্ডিয়া ব্লক বলে দিলেন রাহুল
    ২৪ ঘন্টা | ০২ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতকালের বুথ ফেরত সমীক্ষা বিরোধী শিবিরে হইচই ফেলে দিয়েছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে এনডিএ জোটেকেই। কর্ণাটক, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, বাংলার মতো রাজ্যেও এনডিএকে এগিয়ে রেখেছ বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম। সমীক্ষার ফল প্রকাশের আগেই ইন্ডিয়া জোটের প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন বিরোধী জোট পাবে ২৯৫ আসন। তারপরেই বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া ব্লককে একেবারে নীচে নামিয়ে দিয়েছে। তবে ইন্ডিয়া ব্লকের প্রত্যাশাতেই সিলমোহর দিচ্ছেন রাহুল গান্ধী।

    একজিট পোল অর্থাত্ বুথ ফেরত সমীক্ষা নিয়ে কী বলেছেন রাহুল গান্ধী? কংগ্রেস নেতা এনিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এটা কোনও একজিট পেল নয়। এটা মোদী মিডিয়া পোল। ইন্ডিয়া ব্লক পাবে অন্তত ২৯৫ আসন। প্রসঙ্গত কংগ্রেস আগেই বলে দিয়েছে ইন্ডিয়া ব্লকের মনোবল ভেঙ্গে দিতে এক মনস্তাত্মিক খেলা খেলছেন নরেন্দ্র মোদী।  এনিয়ে জয়রাম রমেশ বলেন, আমি ফিরছি, আমি আবার প্রধানমন্ত্রী হচ্ছি-এসব কথা হল মাইন্ড গেম। মিডিয়ার উপরে প্রবল চাপ ছিল। একজিট পেল হল করপোরেট গেম।দেখে নেওয়া যাক গতকাল কী বলেছিল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা?অধিকাংশ সমীক্ষা এনডিএকে ভালো জায়গায় রাখলেও পোল ট্র্যাকারের সমীক্ষা বলছে, প্রায় আড়াইশোর কাছাকাছি আসন পেতে চলেছে বিরোধীদের ইন্ডিয়া জোটও।

    পোল ট্র্যাকারের বুথফেরত সমীক্ষা
    এনডিএ - ২২৯ থেকে ২৬৮
    ইন্ডিয়া - ২৩৭ থেকে ২৭৩
    অন্যান্য - ২৫ থেকে ৩৯

    অ্যাক্সিস মাই ইন্ডিয়া
    এনডিএ - ৩৬৬-৪০১ আসন
    ইন্ডিয়া - ১৩১-১৬৬
    অন্যান্য - ৮-২০

    টুডেজ চাণক্য
    এনডিএ - ৪০০
    ইন্ডিয়া - ১০৭
    অন্যান্য - ৩৬

    ম্যাট্রিজ
    এনডিএ - ৩৫৩-৩৬৭
    ইন্ডিয়া - ১১৮-১৩৩
    অন্যান্য - ৪৩-৬৮

    সিএনএক্স
    এনডিএ - ৩৭১-৪০১
    ইন্ডিয়া - ১০৯-১৩৯
    অন্যান্য - ২৮-৩৮

    সি ভোটার
    এনডিএ - ৩৫৩-৩৮৩
    ইন্ডিয়া - ১৫২-১৮২
    অন্যান্য - ৪-১২
  • Link to this news (২৪ ঘন্টা)