• ভোট শেষ হতেই এবার পুলিসি ধরপাকড়! পথে মহিলারা, ফের উত্তপ্ত সন্দেশখালি!
    ২৪ ঘন্টা | ০২ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভোট শেষ, কিন্তু অশান্তি থামছে না! পুলিসি ধরপাকড়ের বিরুদ্ধে এবার রীতিমতো বাঁশ, লাঠি নিয়ে পথে নামলেন মহিলা। ফের রণক্ষেত্র সন্দেশখালি।

    ভোটে লাগাতার অশান্তি। গতকাল, শনিবার দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালি। এরপর সন্ধেয় গয়েরমারি এলাকায় আক্রান্ত হয় পুলিস। মাথা ফেটে যায় সন্দেশখালির থানার এসআই সাগর গাজির। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ক্য়ানিং মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর রাতেই অবশ্য ছেড়ে দেওয়া হয় ওই পুলিস আধিকারিককে।এদিকে ভোট-পরবর্তী হিংসা রুখতে স্রেফ ১৪৪ ধারা জারি নয়, সন্দেশখালিতে পুলিসের উপর হামলার অভিযোগে শুরু হয় ধরপাকড়। এদিন সকালে সাধন বাগচি নামে এক ব্যক্তিকে বাড়িতে তুলে নিয়ে যায় পুলিস। কেন? ক্ষুদ্ধ গ্রামবাসীরা। সাধনকে ছিনিয়ে নিয়ে যান মহিলারা। পুলিসের বিরুদ্ধে পাল্টা অত্যাচারের অভিযোগ দেখাতে থাকেন তাঁরা। শনিবার সপ্তম তথা শেষ দফায় ভোট হয়ে দিয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের মধ্যেই সন্দেশখালি। বসিরহাটে এবার বিজেপি প্রার্থী সন্দেশখালিরই 'প্রতিবাদী মুখ' রেখা পাত্র। বিপক্ষে তৃণমূলের হাজি নুরুল ইসলাম। মঙ্গলবার ভোটগণনা ও ফলপ্রকাশ। আজ, রবিবার সকাল থেকে মঙ্গলবা সকাল পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
  • Link to this news (২৪ ঘন্টা)