আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ঝিনাইদহ–৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত করতে নেপাল যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার সকালে ডিবি পুলিশ ও এনসিবির (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) একজন সহ মোট চার জনের একটি দল নেপালের উদ্দেশে রওনা দেয়। এদিন ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অভিযুক্তদেরও নেপালে থাকার সম্ভাবনা আছে। তাই নেপাল যাওয়ার সিদ্ধান্ত। তিনি আরও বলেন, ডিবির হাতে ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য ক্রসচেক করা হবে। প্রসঙ্গত, কলকাতায় খুন হন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজীম আনার।