• Water : শিলিগুড়িতে জলের দাবিতে বিক্ষোভ চলছেই
    আজকাল | ০৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : জলের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হঠে। ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা গতকাল পুরনিগমের সামনে মাটির কলসি নিয়ে বিক্ষোভ দেখান। পুরসভার ভিতরে ঢুকে মেয়র গৌতম দেবের সঙ্গে কথা বলতে চান বিক্ষোভকারীরা। পুলিশ তাদের বাধা দিলে দু পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরে সাংবাদিকদের শিখা চট্টোপাধ্যায় বলেন, দূষিত জল খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অবিলম্বে মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গতকালও পুরসভার পক্ষ থেকে ৪৭ টি ওয়ার্ডে জল সরবরাহ করা হয়। বিলি করা হয় তিন লক্ষ জলের পাউচ। বুধবার থেকেই শিলিগুড়িতে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। পুরসভার পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত না হওয়ায় চলছে বিক্ষোভ।
  • Link to this news (আজকাল)