• শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার ...
    আজকাল | ০৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গতরাতে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ওই ঘটনার ১৩ দিন পর শিলিগুড়ি জংশন এলাকা থেকে গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ জলপাইগুড়ির বিশেষ আদালতে ধৃতকে পেশ করা হবে।এর আগে শুক্রবার রাতে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকা থেকে ওই হামলার ঘটনায় অপর অভিযুক্ত অলোকদাস ওরফে ছোট্টুকে গ্রেপ্তার করে স্পেশাল অপারেশন গ্রুপ।উল্লেখ্য, দু সপ্তাহ আগে শিলিগুড়ির সেবকরোডে রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর এবং সন্ন্যাসীদের আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তাদের আশ্রম থেকে বের করে দেয় ৩০-৩২ জনের একদুষ্কৃতি দল। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। ঘটনার পরই রামকৃষ্ণ মিশনের তরফে শিলিগুড়ির ভক্তিনগর থানায় প্রদীপ রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আশ্রম কর্তৃপক্ষ। ভক্তিনগর থানার পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।
  • Link to this news (আজকাল)