• Murshidaabad: রঘুনাথগঞ্জে ডাকাতিতে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
    আজকাল | ০৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার প্রসিদ্ধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় বাংলাদেশের যোগ আরও বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার গভীর রাতে রঘুনাথগঞ্জের জরুল-নতুন পুকুরপাড়া এলাকার প্রসিদ্ধ হার্ডওয়্যার ব্যবসায়ী সইবুর রহমানের বাড়িতে সাত জনের একটি ডাকাত দল হানা দেয়। এরপর বাড়ির সদস্যদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখে লুঠ হয় নগদ কয়েক হাজার টাকা এবং কয়েক ভরি সোনা ও রুপোর গয়না। ঘটনা তদন্ত করতে নেমে রঘুনাথগঞ্জ থানার পুলিশ শনিবারই চারজন বাংলাদেশি সহ একজন ভারতীয় ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় লুঠ হওয়া নগদ টাকা- গয়না এবং ডাকাতির জন্য ব্যবহৃত বেশ কিছু অস্ত্রশস্ত্র। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন, 'শনিবার রাতে ধৃত পাঁচজন ডাকাতকে জেরা করে আমরা এই ঘটনায় যুক্ত আরও এক ডাকাতের খোঁজ পাই। শনিবার গভীর রাতে বহরমপুর থানার গোয়ালজান- পালপাড়া এলাকাতে বহরমপুর থানার পুলিশকে নিয়ে যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে সেই ডাকাত। ধৃত বাংলাদেশি ওই ডাকাতের নাম মিন্টু ব্যাপারী।' পুলিশের ওই আধিকারিক বলেন, গত বুধবার বনগাঁর কাছাকাছি একটি এলাকা দিয়ে বাংলাদেশি ডাকাত দল অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর তারা সরাসরি পৌঁছে যায় বহরমপুরে তাদের জন্য আগে থেকেই ভাড়া করে রাখা একটি আস্তানাতে। ডাকাতির ঘটনাতে যুক্ত সাতজনের মধ্যে ৬ জন গ্রেপ্তার হলেও এখনও একজন পলাতক। পুলিশের দাবি -খুব শীঘ্র পলাতক বাংলাদেশি সেই ডাকাতকেও গ্রেপ্তার করা সম্ভব হবে। পুলিশ সূত্রে জানা গেছে- বাংলাদেশি ডাকাতরা নিজেদের ভুয়ো পরিচয় ব্যবহার করে ওই বাড়িটি ভাড়া করেছিল এবং বাড়ির মালিককে বলেছিল তারা ঘুরে ঘুরে ফেরি করার কাজ করবে। ধৃত ছয় ডাকাতকেই রবিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের টি আই প্যারেড করানোর জন্য আদালতের কাছে আবেদন জানাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)