• দেশের ইতিহাসে প্রথম, কে বসবে দিল্লির মসনদে? AI প্রযুক্তিতে এক্সিট পোল Zee-তে
    ২৪ ঘন্টা | ০৩ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সাত দফার লোকসভা ভোট শেষ। দিল্লিতে কি ফের মোদী সরকার? নাকি, ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট? এই প্রথমবার বলবে AI। এগজিট পোলের ইতিহাসে বিপ্লব ঘটাল ZEE। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ১০ কোটি মানুষের মতামত তুলে ধরলাম আমরা।

    ১৯ এপ্রিল থেকে ১ জুলাই। সময়ের হিসেবে আড়াই মাস। আর দফা? ৭। সারাদেশে চলল লোকসভা নির্বাচনে। ৭ দফায় ভোট হল বাংলায়। গতকাল, শনিবার ছিল শেষ দফা। ভোট গণনা মঙ্গলবার। সঙ্গে ফল ঘোষণা।এদিকে প্রতিবার যেমন হয়, এবার তেমনই হচ্ছে। ভোট শেষ হতেই আসতে শুরু করেছে একের এক বুথফেরত সমীক্ষার ফলাফল। পোশাকি নাম, 'Exit Poll'। বুথফেরত সমীক্ষা করেছি আমরাও, তবে নয়া প্রযুক্তিকে। এক্সিট পোল এবার AI বা কৃত্রিম বুদ্ধিমত্তায়। এই সমীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সংগ্রহ করা হয়েছে ১০ কোটি  মানুষের মতামত। এত বিপুল সংখ্যাক মানুষের কাছে পৌঁছতে পারেনি  দেশের আর কোনও বুথফেরত সমীক্ষাই।

    Zee AI Exit Poll
    ---

    উত্তরপ্রদেশ: এনডিএ পেতে পারে ৫২ থেকে ৫৮টি আসন। আর ইন্ডিয়া? ২২ থেকে ২৬ আসন যেতে পারে তাদের ঝুলিতে।

    পশ্চিমবঙ্গ -- এনডিএ পেতে পারে ২০ থেকে ২৪ আসন। তৃণমূল জিতবে ১৬ থেকে ২২ আসনে। ইন্ডিয়া জোটের দখলে থাকতে পারে ১ আসন।

    অন্ধপ্রদেশ - দক্ষিণে এই রাজ্যে ১২ থেকে ১৬ আসন পেতে পারে এনডিএ, আর ইন্ডিয়া ২ থেকে ৪ আসন। বাকি ৬ থেকে ১০ আসনে জিতবে ওয়াইএসআরসিপি।

    বিহার - হাড্ডাহাড্ডি লড়াই। এনডিএ আর ইন্ডিয়া উভয়েই জিততে পারে ১৫ থেকে ২৫ আসনে।

    তেলেঙ্গানা: আসনসংখ্যার নিরিখে এগিয়ে ইন্ডিয়া। কত? ৩১ থেকে ২৭ আসন। ১০ থেকে ১২ আসন পেতে পারে এনডিএ। ৩ থেকে ৫ আসনে জেতার সম্ভাবনা অন্যন্যদের।

    মহারাষ্ট্র: মারাঠাভূমিতে সর্ববৃহৎ হতে পারে এনডিএ। ২৬ থেকে ৩৪ আসন পেতে পারে তারা। ইন্ডিয়া ও অন্যন্যরা মিলে জিততে পারে ১৫ থেকে ২১ আসনে।

    রাজস্থান: দেশের প্রথম AI বুথফেরত সমীক্ষা বলছে, রাজস্থানে এনডিএ জিতবে ১৫ থেকে ১৯ আসনে। ইন্ডিয়া পেতে পারে ৬ থেকে ১০ আসন। 

    ওড়িশা --- এনডিএ পেতে পারে ১০ থেকে ১৪ আসন। ইন্ডিয়ার ঝুলিতে ৪ থেকে ৬ আসন।

    তামিলনাড়ু - এনডিএ পেতে পারে ১০ থেকে ১২ আসন। ইন্ডিয়া জিততে পারে ২১ থেকে ২৭ আসনে, আর অন্যন্যরা ৩ থেকে ৬ আসনে।

    কর্নাটক - এনডিএ পেতে পারে ১০ থেকে ১৪ আসন। ইন্ডিয়া জিততে পারে ১২ থেকে ২০ আসন।

    কেরালা: এনডিএ পেতে পারে ৫ থেকে ৭ আসন, আর ইন্ডিয়া ১০ থেকে ১২ আসন। অন্যন্যদের ঝুলিতে ২ থেকে ৫ আসন। 

    দিল্লি - আপশাসিত রাজ্যে এগিয়ে ইন্ডিয়াই। ৩ থেকে ৫ আসনে জিততে পারে তারা। এনডিএ দখলে যেতে পারে ২ থেকে ৪ আসন

    গুজরাট - মোদীর রাজ্যে ২০ থেকে ২৬ আসন পাবে এনডিএ। ইন্ডিয়ার জিতে পারবে ২ থেকে ৪ আসনে।

    পঞ্জাাব - এনডিএ ৫ থেকে ৬, আর কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫ আসন। ২ থেকে ৪ আসনে জিততে পারে আপও।

    কী এই এক্সিট পোল?

    বুথ ফেরত সমীক্ষা-ই হচ্ছে এগজিট পোল। ভোটপর্ব মেটার পরেই বিভিন্ন এজেন্সি, সংবাদমাধ্যম এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে থাকে। এই বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোল আসলে এক ধরনের ওপিনিয়ন পোল। ভোটারদের থেকে তাঁদের পছন্দের প্রার্থী এবং দল সম্পর্কে জানতে চাওয়া হয় বুথ ফেরত সমীক্ষায়। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর ঠিক পর মুহূর্তেই ভোটারদের থেকে এই মতামত জানতে চাওয়া হয়। আর সেই মতামতের উপর ভিত্তি করেই তৈরি হয় এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট।
  • Link to this news (২৪ ঘন্টা)