• সোমে ফের ভোট! বারাসত ও মথুরাপুরের দুই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের...
    ২৪ ঘন্টা | ০৩ জুন ২০২৪
  • সুতপা সেন: ফের ভোট! বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবার পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন। কবে? আগামীকাল, সোমবার। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

    একটি উত্তর ২৪ পরগনায়, আর একটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গতকাল, শনিবার সপ্তম দফাতেই ভোট হয়ে গিয়েছে বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে। পুর্ননির্বাচন হবে বারাসতের দেগঙ্গার ১২০ নম্বর বুথ ও মথুরাপুরের কাকদ্বীপের ১৩১ নম্বর বুথে। কেন? ভোটপ্রক্রিয়ায় যদি অনিময়ের অভিযোগ ওঠে, তাহলে সেই অভিযোগ খতিয়ে দেখে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে কমিশন। ডায়মন্ড হারবারেও পুনর্নির্বাচনে দাবি তুলেছিল সিপিএম ও বিজেপি। কিন্তু সেই দাবি খারিজ হয়ে গিয়েছে।এদিকে ভোটের পর হিংসা! রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর রাখার সময় সীমা বাড়াল কমিশন। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মঙ্গলবার ৪ জুন ভোট গণনা পরও ৬ জুন পর্যন্ত ৪০০ কোম্পানি বাহিনী রাখা হবে। সেই সময় বেড়ে হল ১৯ জুন। এর আগে, একুশে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অভিযোগ ওঠে। হাইকোর্টে নির্দেশে এখন তদন্ত করছে সিবিআই। 
  • Link to this news (২৪ ঘন্টা)