• Madhya Pradesh: বিয়েবাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মধ্যপ্রদেশে মৃত ১৩ ...
    আজকাল | ০৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্য প্রদেশে। বিয়েবাড়ি যাওয়ার পথে উল্টে গেল ট্র্যাক্টর ট্রলি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। মৃতদের মধ্যে ৪ জন শিশু। আহত হয়েছেন ১৫ জন। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজগড় জেলার পিপলোড়ি গ্রামের কাছে। ট্র্যাক্টরে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই রাজস্থানের মতিপুরা গ্রামের বাসিন্দা। কুলামপুর গ্রামে একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। আচমকা গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। দুজনকে গুরুতর আহত অবস্থায় ভোপালের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁরা স্থিতিশীল রয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
  • Link to this news (আজকাল)