Blast : ওড়িশাতে বাজি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১
আজকাল | ০৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রার সময় বাজি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। রবিবার তিনজন বিভিন্ন হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। আগেই জানানো হয়েছে, জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময় গত বুধবার রাত্রে বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন আহত হয়েছিলেন। এদের মধ্যে পুরী ,ভুবনেশ্বর এবং কটকের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই বিস্ফোরণের ঘটনায়, তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়দের জন্য এককালীন চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একটি ফৌজদারী মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।