• মোদীর ফেরার ইঙ্গিত পেতেই শেয়ারবাজারে বাম্পার উত্থান, রেকর্ড উচ্চতায় Sensex, Nifty
    আজ তক | ০৩ জুন ২০২৪
  • Exit Poll-এর প্রভাবে চাঙ্গা হতে পারে শেয়ার বাজার। সোমবার বাজার খোলার আগেই মিলল লক্ষণ। বাজার খোলার আগেই প্রি-ওপেনেই এক লাফে ১,০০০ পয়েন্ট বাড়ল Nifty। অন্য়দিকে Sensex ২,৬২১ পয়েন্ট বেড়েছে। সকাল ৯টাতেই এমন লক্ষণ ভারতের শেয়ার বাজারে। ফলে এদিন শেয়ার বাজারে ঝড় উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামিকাল, ৪ জুন ভারতের লোকসভা নির্বাচন ২০২৪-এর ফল বের হবে। তার আগে অনেকেই বুথ ফেরত সমীক্ষার ভিত্তিতে শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকতে পারেন।
    ১ জুন, শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট হয়েছে। তারপরেই বিভিন্ন এগজিট পোলের অনুমান প্রকাশ করে। সেই অনুযায়ী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে NDA সরকার ক্ষমতায় আসতে পারেন বলে মনে করা হচ্ছে।
    সোমবার স্টক মার্কেট খোলার সাথে সাথে, সেনসেক্স এবং নিফটি নতুন হাই রেকর্ড করেছে। সকাল 9.15 নাগাদ, সেনসেক্স 2050 পয়েন্ট বেড়ে 76018-এর নতুন রেকর্ড গড়েছে। অন্যদিকে, নিফটিও 630 পয়েন্ট বেড়েছে। BSE সেনসেক্স 76,738.89-এ পৌঁছে গিয়েছে। অন্যদিকে, নিফটিও 23,338.70-এ পৌঁছে গিয়েছে।

    উল্লেখ্য, গত সপ্তাহে শেয়ারবাজারে ব্যাপক ওঠানামা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভাল পজিশনেই ছিল সেনসেক্স এবং নিফটি। গত শুক্রবার, বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 76 পয়েন্ট বেড়ে 73,961.31-এ ক্লোজ হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের Nifty 42 পয়েন্ট বেড়ে 22,530.70-এ ক্লোজ হয়। সেনসেক্সের সর্বকালের সর্বোচ্চ এখন 76,009.68, নিফটির 52 সপ্তাহের সর্বোচ্চ হল 23,110.80৷
  • Link to this news (আজ তক)