আজকাল ওয়েবডেস্ক: মধ্য জাপানের ইশিকাওয়াতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার কয়েক মিনিটের ব্যবধানে ৫.৯ এবং ৪.৮ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।জেএমএ জানায়, এতে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। ভূমিকম্পে দেশটিতে কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।জাপানের আবহাওয়া কর্মকর্তা সাতেশি হারদা বলেন, সোমবারের ভূমিকম্পগুলোকে গত ১ জানুয়ারি ৭.৬ মাত্রার ভূমিকম্পের আফটারশক বলে মনে করা হচ্ছে।ভূমিকম্পের কারণে স্থানীয় রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে কিছু সময়রে পর আবার বেশিরভাগ রেল পরিষেবা চালু হয়।জাপান ভূমিকম্পপ্রবন দেশ। দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথমদিনে ইশিকাওয়া অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পে ২৪১ জনের মৃত্যুর তথ্য জানা যায়।