Champions League: ১৫ নম্বর! ডর্টমুন্ডকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল রিয়াল মাদ্রিদ...
আজকাল | ০৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল মাদ্রিদ যেন একে অপরের পরিপূরক। প্রত্যেকবারই এই টুর্নামেন্টের ফেভারিট দল হিসেবে মাঠে নেমে মাদ্রিদই। সেই আশা আরও আর একবার প্রমাণ করে শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলিতে নিজেদের ক্লাবের ইতিহাসে ১৫ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল। প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট জিতে নিল কার্লো আন্সেলত্তির দল। স্প্যানিশ ক্লাবের হয়ে গোল করেন ড্যানি কার্ভাহাল এবং ভিনিসিয়াস জুনিয়র। তবে এই জয়ের পিছনে এদিন বড় নায়ক রিয়াল কিপার থিবো কুর্তোয়া। সারা সিজন তিনি চোটের কারণে মাঠের বাইরে। পরিবর্ত গোলকিপার হিসেবে অসাধারণ পারফরম্যান্স করে গেছেন লুনিন। কিন্তু এদিন ফাইনালে নিজের তুরুপের তাস কুর্তোয়াকেই খেলালেন মাদ্রিদ কোচ। ফলও মিলল হাতেনাতে। প্রথমার্ধে একাধিকবার রিয়াল ডিফেন্স ভেঙে ফেলেছিল ডর্টমুন্ড। কিন্তু গোল বাঁচিয়েছেন কুর্তোয়া। ২৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। কিন্তু নিকলাস ফুটক্রুগের শট ফেরে পোস্টে লেগে। প্রথমার্ধে ভাগ্য কিছুটা সহায় হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে রিয়াল। দুটো উইং থেকে বারবার বল ভেসে আসছিল ডর্টমুন্ডের বক্সে। অবশেষে প্রতীক্ষিত মুহূর্তটা আসে ৭৪ মিনিটে। টনি ক্রুজের মাপা কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন । প্রথম গোলের ঠিক নয় মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে যান ভিনিসিয়াস। জুড বেলিংহ্যামের বাড়ানো থ্রু বল ডান পায়ে রিসিভ করে বাঁ পায়ে হালকা চিপ করতেই পরাস্ত হন ডর্টমুন্ড কিপার কোবেল। ইউসিএল ফাইনালে গোল করে ব্যালন ডি অর জয়ের অন্যতম দাবিদার হলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এই জয়ের সঙ্গে নিজেদের কেরিয়ারে ৬ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি পেলেন মড্রিচ, ক্রুজ, ন্যাচো এবং কার্ভাহাল। নিজের ক্লাব ফুটবলের কেরিয়ারে এটাই শেষ ম্যাচ ছিল টনি ক্রুজের। এরপর জার্মানির হয়ে ইউরো কাপ খেলেই অবসর নেবেন তিনি। আর শেষটা মনে হয় এর থেকে ভাল হতে পারত না।