JC: ৩ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন কে কবিতা
আজকাল | ০৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : বিআরএস নেত্রী কে কবিতার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল। ৩ জুলাই পর্যন্ত তিনি বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন। দিল্লি আবগারি মামলায় তিনি অভিযুক্ত। যদিও এই মামলার সঙ্গে যুক্ত অন্য তিন অভিযুক্ত প্রিন্স, অরবিন্দ এবং দামোদরকে জামিন দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। তাঁদের তিনজনকে ব্যক্তিগত ১ লক্ষ টাকা জামিনের জন্য দিতে হয়েছে। তবে অস্বস্তি বজার রেখে কে কবিতার মেয়াদ বাড়ল। এর আগে কবিতার জামিনের আবেদন খারিজ করা হয়। দিল্লি আবগারি মামলায় কে কবিতার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ইডি এবং সিবিআই। তাঁকে ১৫ মার্চ তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে কে কবিতা তিহার জেলের বাসিন্দা। ইডির দাবি সাউথ গ্রুপ নামে একটি সংস্থা রয়েছে যার সঙ্গে দিল্লির আবগারি দুর্নীতি মামলার যোগ রয়েছে। এই গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন কে কবিতা। তাই তাঁকে জামিনে ছাড়া সম্ভব নয়।