Bomb Found: ভোটগণনার আগের দিন রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার ...
আজকাল | ০৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভোটের ফলাফলের আগের দিন বোমা উদ্ধার হল রাজ্যের একাধিক জায়গায়। সোমবার প্লাস্টিকের বস্তা ভর্তি বালতিতে ২৫টি বোমা উদ্ধার হয় বীরভূমের দুবরাজপুরে। আবার মুর্শিদাবাদের রানিনগর এলাকার একটি পাটক্ষেতে প্লাস্টিকের বালতি থেকে বস্তা ভর্তি প্রচুর সকেট বোমা উদ্ধার হয়। রানিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে। দুই জায়গাতেই বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। প্রসঙ্গত, রবিবারও মুর্শিদাবাদের রানিনগরে বোমা উদ্ধার হয়েছিল। বোমা উদ্ধারের পর প্রশ্ন উঠেছে, ফলাফল ঘোষণার পর অশান্তি ছড়াতেই সম্ভবত এত বোমা মজুত করা হয়েছিল। এদিকে, ভোট পরবর্তী হিংসা এড়াতে ইতিমধ্যেই কমিশন ১৯ জুন অবধি রাজ্যে ৪০০ কোম্পানি বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।