• Sourav Ganguly: সৌরভের ইস্পাত কারখানা হচ্ছে গড়বেতায়
    আজকাল | ০৩ জুন ২০২৪
  • নজরুল ইসলাম: দীর্ঘদিন আগেই শিল্প জগতে পা রেখেছিলেন সৌরভ গাঙ্গুলি। আগেই ঠিক ছিল শালবনিতে ইস্পাত কারখানা তৈরি করবেন। কিন্তু শালবনি নয়, সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা হচ্ছে গড়বেতায়। রবিবার বঙ্গীয় বাণিজ্য পরিষদের এক অনুষ্ঠানে গড়বেতায় ইস্পাত কারখানা তৈরির কথা জানান সৌরভ।এদিনের অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘‌আমি নিজেই মুখ্যমন্ত্রীকে বলেছিলাম কারখানা করতে চাই। আমার কথা শুনে দিদি প্রথমে অবাক হয়েছিলেন। অন্য রাজ্যে আমার আরও দুটো কারখানা রয়েছে। ২০০৭ সালে প্রথম কারখানা তৈরি করেছিলাম। আশা করছি তিন–চার মাসের মধ্যে নতুন কারখানা তৈরির কাজ শুরু হবে।’‌ প্রথমে শালবনিতে ইস্পাত কারখানা তৈরির কথা থাকলেও, সূত্রের খবর, জমি পাওয়া নিয়ে সমস্যার জন্যই গড়বেতায় কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। রাজ্যের জন্য বিনিয়োগ নিয়ে আসতে গতবছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই সফরে রাজ্যে ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেন তিনি। বঙ্গীয় বাণিজ্য পরিষদের বাৎসরিক কনক্লেভে বাঙালি উদ্যোগপতিদের আরও এগিয়ে আসার আহ্বান জানান বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ।‌‌‌
  • Link to this news (আজকাল)