Blood : সংকটের মুহূর্তে রক্ত দিলেন পুলিশ কমিশনার, সাংবাদিকরা
আজকাল | ০৩ জুন ২০২৪
মিল্টন সেন,হুগলি : টানা দুমাস ধরে চলছে নির্বাচন প্রক্রিয়া। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দল গুলির তরফে রক্তদান শিবির করার উদ্যোগ নেই। ফলত রক্ত সংকটে জেলার একাধিক ব্লাড ব্যাংক। এমতাবস্থায় জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে প্রেসক্লাবের কাছে রক্তদান শিবির করার অনুরোধ করা হয়। দ্রুত আয়োজন করে রবিবার চুঁচুড়া জেলা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত প্রেসক্লাব অফ হুগলির তরফে বাৎসরিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন চুঁচুড়া শ্রীকুঞ্জ ভিলায় আয়োজিত শিবিরে রক্তদান করেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী সহ সাংবাদিক এবং সাধারণ মানুষ অনেকেই। প্রত্যেক বছর প্রয়াত সাংবাদিকদের স্মরণে রক্তদান শিবিরটি আয়োজিত হয়। এবছর রক্ত সংকট কিছুটা হলেও সামাল দিতে জেলা স্বাস্থ্য দপ্তরের অনুরোধে তড়িঘড়ি সেই শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে রক্তদান করার পাশাপাশি উপস্থিত অন্যান্য রক্তদাতাদের রক্তদান উৎসাহিত করেন পুলিশ কমিশনার।এদিন আয়োজিত শিবিরে সাংবাদিক পুলিশ কর্মী সাধারণ মিলিয়ে মোট ৫২ জন রক্তদান করেন।