• BJP: বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, ভোট মিটতেই হুঁশিয়ারি সুকান্তর...
    আজকাল | ০৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভোট মেটার পরে, একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। গেরুয়া শিবিরের অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই পরিস্থিতিতে ভোটের পরের দিনই কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত বলেন, 'ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গিয়েছে, নদীয়ায় শুরু হয়ে গিয়েছে, দক্ষিণ কলকাতায় কর্মীদের মাথা ফাটানো, ধমকানো চমকানো শুরু হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে তাদের সময় আসন্ন।' তারপরেই হুঁশিয়ারি শোনা যায় বিজেপি নেতার গলায়। বলেন, 'আমি কিন্তু পরিষ্কার গুন্ডা-মস্তানদের বলে দিতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে, এবং বিজেপি ক্ষমতায় আসার পর, দলের কোনও নেতাকে ধরে, বিজেপির পতাকা-ঝান্ডা ধরে বিজেপিতে এলেও বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, এনকাউন্টার হবে।'
  • Link to this news (আজকাল)