• 'মোদী তৃতীয়বার জিতলে...', Exit Poll দেখে কী বলছে চিন-পাকিস্তান-বাংলাদেশ?
    আজ তক | ০৩ জুন ২০২৪
  • এগজিট পোলে স্পষ্ট ইঙ্গিত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। এগজিট পোলে দাবি করা হচ্ছে, তারা ৩৬১ থেকে ৪০১ টি আসন পেতে পারে তারা। এই এগজিট পোল নিয়ে আলোচনা শুধু ভারতে হচ্ছে তা নয়, রাশিয়া, ব্রিটেন, চিন, পাকিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহিতেও জোর চর্চা শুরু হয়েছে। 

    ব্রিটেনের বড় সংবাদপত্র দ্য গার্ডিয়ান লিখেছে, 'ভারতে লোকসভা ভোট শেষ হয়েছে। এগজিট পোলে ইঙ্গিত , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ফের জিততে চলেছে। প্রচণ্ড গরমে  ভারতে ভোট হয়েছে। মোদী এবং তাঁর দল বিজেপি জয়ের দিকে এগোচ্ছে। তারা দুই তৃতিয়াংশেরও বেশি ভোট পাবে বলে মনে করা হচ্ছে। হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদীর জন্য এটা সুখবর। জওহরলাল নেহরুর পর আর কোনও প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হননি।'

    ব্রিটেন: ব্রিটেনের BBC-র প্রতিবেদনে উল্লেখ,বিভিন্ন সংবাদ সংস্থার প্রকাশিত এগজিট পোল অতীতে ভুল প্রমাণিত হয়েছে। সরকার গঠনের জন্য ভারতে যে কোনও দল বা জোটকে লোকসভার ৫৪৩টি আসনের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ২৭২টি আসন পেতে হবে।

    চিন : চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস লিখেছে, এক্সিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী তৃতীয়বারের মতো জয়ী হতে চলেছেন। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে চিনা পত্রিকাটি লিখেছে, জয়ের পর মোদী অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্র নীতিতে কোনও পরিবর্তন করবেন না। ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য তার কাজেকর ধারা বজায় রাখবেন। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে গ্লোবাল টাইমস আরও লিখেছে, 'নির্বাচনে জয়লাভের পর আমেরিকা ও চিনের পর ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার দিকে মোদির নজর থাকবে। কূটনৈতিক মাধ্যমে বিশ্বে ভারতের প্রভাব বাড়ানোরও চেষ্টা করবেন মোদী।' 

    রাশিয়া : রাশিয়ার সরকারি সম্প্রচারকারী রাশিয়া টিভি (আরটি)ও এগজিট পোলের ফলাফল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, ৪ জুন আনুষ্ঠানিকভাবে ভোট গণনা করা হবে। তারপরই জানা যাবে কারা ক্ষমতায় আসতে চলেছে। 'মোদীর এই জয় ঐতিহাসিক। কারণ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর আর কোনও প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হননি। নেহেরু প্রায় ১৫ বছর ক্ষমতায় ছিলেন।' 

    পাকিস্তান : পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র 'ডন' লিখেছে, NDA জোট ৩৫০ আসন পাবে বলে মনে করা হচ্ছে। 'কংগ্রেস-নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ১২০ আসন জিতবে বলে ইঙ্গিত। যদিও ভারতের এগজিট পোল এর আগেও একাধিকবার ভুল বলে প্রমাণিত হয়েছে। ভারতের মতো বৃহৎ ও বৈচিত্র্যময় দেশে এগজিট পোলের মাধ্যমে নির্বাচনের ফলাফলের ভবিষ্যদ্বাণী করা বড় চ্যালেঞ্জ।' 

    বাংলাদেশ : বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদপত্র 'দ্য ডেইলি স্টার'-এর প্রতিবেদনে বলা হয়েছে, 'ভারতের বিরোধী নেতারা এগজিট পোলের ইঙ্গিতকে মানতে নারাজ। কংগ্রেস দাবি করছে তাদের জোট ইন্ডিয়া ব্লক ২৯৫ আসন পাচ্ছে।'

    তুরস্কের সরকারি সম্প্রচারকারী টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে লিখেছে, 'বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা ইতিমধ্যেই নির্বাচনে মোদীর জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন। ভারতে মোদীর প্রচুর সমর্থন রয়েছে। তবে তার আমলে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে একাধিকবার। বিজেপি দাবি করছে যে তারা এবারের নির্বাচনে ৪০০ আসন পাবে। যা বিরোধীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।'
  • Link to this news (আজ তক)