• শালবনিতে নয় সৌরভের ইস্পাত কারখানা হবে গড়বেতায়
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুন ২০২৪
  • নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর – প্রায় দশ মাস আগে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ঘোষণা করেছিলেন তার তৃতীয় ইস্পাত কারখানাটি হবে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে৷ তার প্রথম কারখানাটি দুর্গাপুরে রয়েছে, দ্বিতীয় কারখানাটি রয়েছে বিহারের পাটনায়৷ তাই তৃতীয় ইস্পাত কারখানার জন্য শালবনিতে জমি চিহ্নিতকরণ করার কাজ শুরু করা হয়৷ প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে ওই কারখানায় এবং সাত হাজার মানুষের কর্মসংস্থান হবে ওই কারখানায় ৷ রবিবার এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রিকেটার মহারাজ সৌরভ গাঙ্গুলী ঘোষণা করলেন তার তৃতীয় ইস্পাত কারখানাটি হবে পশ্চিম মেদিনীপুর জেলায়, তবে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে নয়, হবে গড়বেতাতে৷ সেই সঙ্গে তিনি বলেন দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কথা দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলায় ইস্পাত কারখানা তৈরি করবেন৷ তাই শালবনির বদলে গড়বেতাতে ইস্পাত কারখানাটি তৈরি করা হবে৷ খুব শীঘ্রই ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু হবে৷ ইতিমধ্যেই গড়বেতায় ইস্পাত কারখানা তৈরি করার জন্য জমি চিহ্নিতকরণ এর কাজ করা হয়েছে৷ বিশেষ সূত্র মারফত জানা যায় যে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে শালবনিতে সৌরভ গাঙ্গুলী ইস্পাত কারখানা তৈরি হবে না৷ তাই গড়বেতায় সেই ইস্পাত কারখানাটি তৈরি করবে সৌরভ গাঙ্গুলী বলে রবিবার তিনি নিজেই তাতে শীলমোহর দেন৷ প্রায় আড়াই হাজার কোটি টাকা ওই ইস্পাত কারখানায় বিনিয়োগ করা হবে এবং প্রায় সাত হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে বিশেষ সূত্র মারফত জানা যায়৷ যার ফলে খুশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার বাসিন্দারা৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)