• ফল ঘোষণার আগের দিন ডায়মন্ড হারবার নিয়ে 'বড় কথা' বলে দিলেন দিলীপ ঘোষ!
    ২৪ ঘন্টা | ০৩ জুন ২০২৪
  • অয়ন ঘোষাল: "যেমন আশা ছিল সেদিকেই পরিস্থিতি যাচ্ছে। NDA ৪০০ এর কাছাকাছি। বিজেপি ৩৭০। পশ্চিমবঙ্গে ২৫ থেকে ৩০। কেউ কেউ ৩১ পর্যন্ত দেখিয়েছেন। মমতার সমস্যা হল, কোর্ট বিরুদ্ধে রায় দিলে মানেন না। এগজিট পোল তার বিরুদ্ধে গেলে উনি মানেন না। কিন্তু কাল ৪ তারিখ যেটা বেরবে সেটা তো মানতেই হবে।" ভোটগণনা ও ফলাফল বেরনোর আগের দিন কলকাতা ইকোপার্কে মর্নিং ওয়াকে বেরিয়ে বললেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বুথ ফেরৎ সমীক্ষা মানি না।"সন্দেশখালি এবং ভাঙড় ফের অশান্ত

    "সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিয়ে অশান্তি পাকানো। ক্রিমিনাল তৈরির পরম্পরা চলছে। তারাই গোলমাল করে। থামে না। সরকার চাইলে একদিনে গোলমাল থামাতে পারে। চায় না। বিধায়ক গুণ্ডারা গিয়ে গণ্ডগোল করে। পুলিস গিয়ে গোলমাল পাকায়। বিহার, উত্তরপ্রদেশ এমনকি কাশ্মীর ঠাণ্ডা হয়। পশ্চিমবঙ্গ হয় না। আমার মনে হয় এই সরকার যতদিন আছে, ততদিন ওই এলাকা শান্ত হবে না।" তোপ দাগেন দিলীপ ঘোষ।ডায়মন্ড হারবারে কোনও রিপোল নেই"আশ্চর্য ব্যাপার। কমিশনে আসা তথ্যের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয়। আজ তৃণমূলকে স্ট্রং রুম আগলে রাখার কথা বলতে হচ্ছে। সাধারণত যা এতদিন বিরোধীরা বলে এসেছে। মানে ওখানে ফলাফল অন্যরকম হতে যাচ্ছে কি?" প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। 
  • Link to this news (২৪ ঘন্টা)