• গণনা টেবিলের ধারেকাছেও যেন না থাকেন অস্থায়ী কর্মীরা! স্পষ্ট নির্দেশ হাই কোর্টের
    প্রতিদিন | ০৩ জুন ২০২৪
  • গোবিন্দ রায়: লোকসভার ভোট গণনাকেন্দ্রের টেবিলে কোনও অস্থায়ী কর্মীকে বসানো যাবে না। অঙ্গনওয়ারি কর্মী, আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা, সিভিক ভলান্টিয়ার বা ওই স্থানীয় কোনও অস্থায়ী কর্মী গণনা টেবিলে থাকবে না। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোট গণনায় কর্মী নিয়োগ করতে হবে।

    বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, কমিশনের গাইড লাইন অনুযায়ী যে সব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে, সেখানে তাঁরা যাতে ভোট গণনা টেবিলের কাছে না যেতে পারেন তা নিশ্চিত করতে হবে।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)