• প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী, সুনীলকে জয় উপহার দিতে চান শুভাশিস
    আজকাল | ০৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রহর গোনা আগেই শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তিনদিন পর শেষবারের মতো দেশের জার্সি গায়ে চাপাবেন সুনীল ছেত্রী। তার আগে ভারত অধিনায়ককে দেখা গেল স্বমহিমায়। বুধবার কলকাতায় চলে এসেছে ভারতীয় দল। পরের দু'দিন রাজারহাটে ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্সে প্র্যাকটিস করেন সুনীলরা। তারপর দু'দিনের বিরতি দিয়েছিলেন ইগর স্টিমাচ। সোমবার থেকে আবার কুয়েত ম্যাচের প্রস্তুতি শুরু। এদিন বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস করে ভারতীয় দল। আপন মনে ছিলেন সুনীল। দলের সঙ্গে শারীরিক কসরতের পাশাপাশি একাই বেশ কিছুক্ষণ বল নাচাতে দেখা যায় তাঁকে। সেই গুরুগম্ভীর মুখে। কে বলবে আর তিনদিন পর তারই বিদায়ী ম্যাচ! আজও ফুটবল নিয়ে সমান সিরিয়াস সুনীল। আগের দিন চাংতে জানিয়েছিলেন, ভারতীয় ফুটবলের সুপারস্টারকে জয় উৎসর্গ করতে চান। এদিন তাঁর সুরে সুর মেলান শুভাশিস বসু। কুয়েত ম্যাচের গুরুত্ব অপরিসীম। জিতলেই মিলবে বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডের টিকিট। তারওপর সরাসরি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জনের ছাড়পত্র। তবে সবকিছুকে যেন ছাপিয়ে গিয়েছে সুনীলের বিদায়ী ম্যাচ। এটাই বাড়তি মোটিভেশন ব্লু টাইগারদের। শুভাশিস বলেন, 'কুয়েত ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। জিতলেই আমরা ইতিহাসের পাতায় চলে যাব। তারওপর সুনীল ভাইয়ের শেষ ম্যাচ। এটাই আমাদের বাড়তি মোটিভেশন। ওর জন্য আমরা ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চাই। ম্যাচ জিতে আমরা ওকে উপহার দিতে চাই। সুনীল ভাই আমাদের সবার আদর্শ। তাই ম্যাচটা স্পেশাল। ভারতীয় ফুটবলে ওর অবদান অনস্বীকার্য। তাই আমরা ম্যাকটাকে স্মরণীয় করে রাখতে চাই।' সুনীলের সঙ্গে খেলা সব মুহূর্তই শুভাশিসের কাছে স্পেশাল। বিশেষ উল্লেখ করলেন সাফ কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপের। সুনীলের অবসরের পর একটা শূন্যতা সৃষ্টি হবে ভারতীয় ফুটবলে।‌ সেটা ভরাট করবে কে? শুধুমাত্র স্ট্রাইকার হিসেবে নয়, নেতা হিসেবেও। বঙ্গতনয় মনে করেন, দলে বেশ কয়েকজন আছেন যারা ভবিষ্যতে এই জায়গা নিতে পারে। শুভাশিস বলেন, 'দলে অনেক তরুণ প্লেয়ার আছে। চাংতে, রহিম, মনবীর ভাল খেলছে। স্ট্রাইকার হিসেবে ভবিষ্যতে আরও ভাল করবে। সময়ের সঙ্গে শূন্যস্থান পূরণ হয়ে যায়। আমাদের দলে অনেকেরই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তাঁরা নিজের ক্লাবে অধিনায়কত্ব করে। অবশ্যই সুনীল ভাইয়ের অবসরের পর একটা গ্যাপ সৃষ্টি হবে। ও দলের সবাইকে ছোট ভাইয়ের মতো দেখত। এই জায়গায় সিনিয়র প্লেয়ারদের এগিয়ে আসতে হবে। সবাইকে দায়িত্ব নিতে হবে। আমি যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সুনীল ভাইয়ের থেকে শুনেছি কীভাবে নেতৃত্ব দিতে হয়। সুযোগ পেলে সেরাটাই দেব।' প্রথম রাউন্ডে কুয়েতকে হারিয়েছিল ভারত। তবে সেই কারণে নিজেদের এগিয়ে রাখছেন না জাতীয় দলের ডিফেন্ডার। তবে শুভাশিস মনে করেন, এবার দল আরও ভাল প্রস্তুত। কারণ, আগেরবার প্রস্তুতির বিশেষ সময় পাওয়া যায়নি। কিন্তু এবার আবাসিক শিবির হয়েছে। নিজেদের মধ্যে বোঝাপড়া বেড়েছে। কুয়েত দলের ভিডিও দেখিয়েছেন স্টিমাচ।‌ সবদিক থেকেই তৈরি হয়েই নামবে ভারতীয় দল। 
  • Link to this news (আজকাল)