এক দিনে ১১১ মিলিমিটার বৃষ্টি! ১৩৩ বছরের রেকর্ড ভাঙল বেঙ্গালুরু
আজকাল | ০৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: জুন মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড ভাঙল বেঙ্গালুরু। রবিবার অর্থাৎ ২ জুন বেঙ্গালুরুতে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ভেঙে দিয়েছে ১৩৩ বছরের রেকর্ড। প্রসঙ্গত, ১ জুন থেকেই বেঙ্গালুরুতে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এর আগে জুনে এক দিনে বেঙ্গালুরুতে গড় বৃষ্টির পরিমাণ ছিল ১১০.৩ মিলিমিটার। আর তা দেখা গিয়েছিল ১৮৯১ সালের ১৬ জুন। অতি ভারী বৃষ্টিতে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে বেঙ্গালুরুতে। মেট্রোর লাইনেও গাছ ভেঙে পড়েছে। যানচলাচল পুরোপুরি বিপর্যস্ত। একাধিক জায়গায় ৫ জুন অবধি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণসামগ্রী ও উদ্ধারকাজ চলছে।