• উদ্ধব ফিরছেন এনডিএ জোটে?‌ জল্পনা উসকে দিলেন মহারাষ্ট্রের বিধায়ক
    আজকাল | ০৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এনডিএ–তে ফের ফিরছেন উদ্ধব ঠাকরে?‌ জল্পনা উসকে দিলেন মহারাষ্ট্রের বিধায়ক রবি রানা। রানার স্ত্রী নবনীত রানা এবার অমরাবতী আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। রানার দাবি, ২০ জুনের মধ্যে এনডিএ জোটে ফিরে আসবেন উদ্ধব। প্রসঙ্গত, সোমবারই নাসিকের প্রভাবশালী কংগ্রেস নেতা সন্দীপ গুলভে যোগ দেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)–তে। তার পরেই আসন্ন বিধান পরিষদ নির্বাচনে তাঁকে টিকিট দিয়েছে উদ্ধবের দল।এদিকে রানার দাবি ‘‌আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি নরেন্দ্র মোদিজি আবার প্রধানমন্ত্রী হওয়ার ১৫ দিন পরেই তাঁর পাশে দেখা যাবে উদ্ধব ঠাকরেকে।’‌ অর্থাৎ মহারাষ্ট্রে ধাক্কা খেতে পারে ইন্ডিয়া জোট। রবি রানা আরও বলেছেন, ‘‌উদ্ধব ঠাকরে জানেন আগামী সময়টা মোদিজিরই। নরেন্দ্র মোদিজিই বালাসাহেব ঠাকরের চিন্তা–ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মহা বিকাশ আগাড়ি নেতাদের সঙ্গে রক্তচাপের ওষুধ এবং ডাক্তারদের রাখা উচিত। তাদের অনেকেই ৪ জুন অসুস্থ হয়ে পড়বেন।’‌ এটা ঘটনা, দীর্ঘদিন বিজেপির জোট সঙ্গী ছিল অবিভক্ত শিবসেনা। ২০১৯ সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ইস্যুতে বিজেপি–র সঙ্গ ছাড়েন উদ্ধব। কংগ্রেস এবং এনসিপির সঙ্গে তৈরি করেছিলেন নয়া জোট, মহা বিকাশ আগাড়ি। তারপর, তাঁর দল ভেঙে বেরিয়ে গিয়েছেন একনাথ শিন্ডে। শিন্ডের শিবসেনা ফের মিশে গিয়েছে এনডিএ–তে। যদিও রবি রানার এই দাবি মানতে চাননি উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন, ‘‌উদ্ধব ঠাকরে ২৫ বছর ধরে শিবসেনার নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনের পর তিনিই দলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’‌ 
  • Link to this news (আজকাল)