আজকাল ওয়েবডেস্ক: একটি মামলায় শেখ শাহজাহানকে জামিন দিল বসিরহাট আদালত। তবে জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত তৃণমূল নেতার। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল শাহজাহানের বিরুদ্ধে। তার ৮ নম্বর কেসে জামিন পেলেন শাহজাহান। এদিকে, শাহজাহানের আইনজীবী জানান, এবার বাকি মামলাগুলিতেও জামিনের আবেদন করা হবে।প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিল ইডি। ইডির উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় দু’টি এফআইআর হয়েছিল। একটি এফআইআর হয়েছিল ইডির অভিযোগের ভিত্তিতে। অন্য এফআইআরটি স্বতঃপ্রণোদিত ভাবে রুজু করে পুলিশ। ওই দু’টি মামলাতেই মোট ৩৪টি ধারা যুক্ত করা হয়েছিল শাহজাহানের বিরুদ্ধে। এই হামলার পরেই বেপাত্তা হয়ে যায় শাহজাহান। কিছুদিনের মধ্যে গ্রেপ্তার তাঁর সঙ্গী উত্তর সর্দার ও শিবপ্রসাদ হাজরা। পরে শাহজাহান গ্রেপ্তার হন। এখন তিনি জেলবন্দি।