গণনার কাজে যাবেন ভোটকর্মীরা, স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
আজকাল | ০৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভোটগণনা। ভোটকর্মীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। জানা গেছে শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে স্পেশাল ট্রেনটি। পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ থেকে ভোর ৪ টে ৫০ মিনিটে ছাড়বে একটি ট্রেন। ক্যানিং পৌঁছবে ৬ টা বেজে ৩ মিনিটে। ট্রেনটি প্রতি স্টেশনে দাঁড়াবে। জেলা প্রশাসনের আবেদন মেনেই এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের। প্রসঙ্গত, সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা।