ফলপ্রকাশের আগেই বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসের সামনে তৈরী হচ্ছে ‘বিজয় মঞ্চ’
আজকাল | ০৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই জানা যাবে লোকসভা নির্বাচনের ফলাফল। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে ইতিমধ্যেই ‘এক্সিট পোলে’ রাজ্যের কোন আসনে কোন প্রার্থী এগিয়ে রয়েছেন বা জয়ী হচ্ছেন তার সম্ভাব্য ফলাফল ঘোষণা করে দিয়েছে। তবে কোনও সমীক্ষা রিপোর্টকে পরোয়া না করেই বহরমপুরে জেলা কংগ্রেস পার্টি অফিসের সামনে শুরু হল ‘বিজয় মঞ্চ’ তৈরির কাজ। সোমবার সকাল থেকে ডেকরেটর সংস্থার কয়েকজন কর্মী রোদের মধ্যে দাঁড়িয়ে জোর কদমে তৈরি করা শুরু করেছেন কংগ্রেসের ‘বিজয় মঞ্চ’। রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র বহরমপুরে পরপর ছ’বার জিতে ডবল হ্যাটট্রিক করা যেমন একদিকে অধীর চৌধুরীর লক্ষ্য, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের দলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে বহরমপুর কেন্দ্রে দাঁড় করিয়ে প্রথমবার বহরমপুরে তাদের খাতা খুলতে চাইছে। বিজেপির লক্ষ্য বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জয়লাভ করার পর এবার লোকসভা নির্বাচনেও বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হওয়া। এবার তাদের তুরুপের তাস বহরমপুরের প্রখ্যাত চিকিৎসক ডাঃ নির্মল সাহা। মুর্শিদাবাদে তৃণমূলের একাধিক নেতার মধ্যে ‘দ্বন্দ্ব’ এবং বিভিন্ন জটিল সমীকরণের জন্য জেলা কংগ্রেস নেতৃত্ব মোটামুটি একপ্রকার নিশ্চিত বহরমপুর কেন্দ্র থেকে ফের একবার অধীর চৌধুরীর জয় কেবল সময়ের অপেক্ষা। তবে এই ‘থিওরি’ মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠক জেলা সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেন, ‘২০১১–২১ সাল পর্যন্ত কোনও এক্সিট পোল ফলাফলের সঙ্গে দলের ফলাফল মেলেনি। তাই এবারেরও এক্সিট পোলকে গুরুত্ব দিচ্ছি না। বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানই জয়ী হবেন।’ অন্যদিকে বহরমপুরের পথচলতি সাধারণ মানুষ কংগ্রেস অফিসের সামনের মঞ্চটিকে ‘বিজয় মঞ্চ’ হিসেবে দেখলেও প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সেটিকে ‘বিজয় মঞ্চ’ বলে মানতে নারাজ। তিনি বলেন, ‘মঙ্গলবার বহরমপুরে অনেক লোকজন আসবেন। শহরে কখনও বৃষ্টি হচ্ছে, কখনও রোদ উঠছে। যারা কংগ্রেস পার্টি অফিসে আসবেন তাদের দাঁড়ানোর জায়গা করতে হবে। সেই কারণে মঞ্চ তৈরি করা হচ্ছে।’