মিল্টন সেন, হুগলি: ভোটগণনার আগে ফের বোমা উদ্ধার। মুর্শিদাবাদ, বীরভূমের পর ধনেখালি। ধনেখালি থানার উদ্যোগে মির্জাপুর গ্রাম থেকে উদ্ধার হল ৬৭০ টি গাছ বোমা! সম্প্রতি থানা এলাকায় আতশবাজি তৈরি হচ্ছে এমন খবর আসে পুলিশের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোররাতে ওসি প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে মির্জাপুর এলাকায় ব্যাপক তল্লাশি চালায় ধনেখালি থানার পুলিশ বাহিনী। একটি বাঁশের ঝোপ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাছ বোমা। কে বা কারা এই আতশবাজি তৈরি করেছে তার খোঁজ শুরু হয়েছে। সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।