বাংলাদেশের সাংসদের দেহ খুঁজতে বাগজোলা খালে নামল নৌসেনার ডুবুরি
আজকাল | ০৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : বাংলাদেশের সাংসদ খুনের তদন্ত চলছে। এরই মধ্যে সোমবার বাগজোলা খালে নামল ভারতীয় নৌসেনার তিন ডুবুরি। সাংসদের দেহাংশ উদ্ধারের জন্য বাগজোলা খালে নামানো হল ডুবুরি ও ডিএমজি। এর আগেও কলকাতা ও রাজ্য পুলিশের ডিএমজি সদস্য তদন্তে নামে। বাগজোলা খালের কৃষ্ণমাটি জিরেনগাছা ও সাতুলিয়া এলাকায় খালের জলে নেমেছিল তাঁরা। তবে নিহত সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ারের মৃতদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নি। পাশাপাশি সাংসদের ব্যবহৃত কোনও জামা, জুতো, পোশাক কিছুই উদ্ধার হয়নি। তাই সিআইডির পক্ষ থেকে খালে তদন্তের জেন্য ভারতীয় নৌ সেনার সাহায্য চাওয়া হয়েছিল। এরপরই এদিন নৌসেনার তিনজন ডুবুরি আসেন কৃষ্ণমাটিতে। ডিএমজির সঙ্গে তাঁরা বাগজোলা খালে তল্লাশি শুরু করেছে।