আজকাল ওয়েবডেস্ক: শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বিশ্বজিৎ দাস। জেরায় জানা গেছে, ধৃতের বাড়ি কোচবিহারের চাঁদমারি কাতামারী এলাকায়। ধৃত জানিয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে দুই যুবক রাজু সরকার, প্রীতম মোদক তাকে গাঁজা ভর্তি দুটি ব্যাগ দিয়েছিল। সেগুলি সোদপুর স্টেশনে পৌঁছে দেওয়ার কথা ছিল। সোমবার ভোর পাঁচটা নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদহ আসে বিশ্বজিৎ। গোপন সূত্রে খবর পেয়ে আগেই তৈরি ছিল আরপিএফ ও জিআরপি কর্মীরা। দুটি ব্যাগ বহনকারী যুবককে দেখে সন্দেহ হওয়ায় তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই অপরাধ স্বীকার করে নেয় ধৃত। নারকোটিক আইনে তাকে গ্রেপ্তার করে রেল পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২৩ কেজি। দাম প্রায় তিন লক্ষ টাকা। জানা গেছে, শহরের বিভিন্ন পার্টিতে এই গাঁজা সরবরাহ করাই ছিল উদ্দেশ্য।