• ভোটগণনার টেবিলে কোনও অস্থায়ী কর্মী নয়, নির্দেশ আদালতের
    আজকাল | ০৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার ভোটগণনা। তার আগের দিন কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল ভোটগণনার টেবিলে থাকবে না কোনও অস্থায়ী কর্মী। এবং তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। সোমবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, গণনাকেন্দ্রের টেবিলে অঙ্গনওয়ারি কর্মী, পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়ার বা ওই জাতীয় কোনও অস্থায়ী কর্মীকে রাখা যাবে না। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোটগণনায় কর্মী নিয়োগ করতে হবে। প্রসঙ্গত, হাওড়া ও বালি পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের গণনার কাজে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। কমিশনের আইনজীবী আদালতে জানান, গণনার টেবিলে একজনও অস্থায়ী কর্মী থাকবেন না। এই বিষয়ে নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশ যাতে পুরোপুরি বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে বলেছে আদালত।
  • Link to this news (আজকাল)