• 'মিনিমাম ২৬, ম্যাক্সিমাম ৩০ আসন পাব', গণনার আগের দিন ভবিষ্যদ্বাণী দেবের
    আজ তক | ০৪ জুন ২০২৪
  • রাত পোহালেই নির্বাচনের ফল ঘোষণা। মঙ্গলবার, ৪ জুন আগামী পাঁচ বছর বাংলার লোকসভার দখল কে নেবে তা পরিষ্কার হবে। এগজিট পোলের সমীক্ষায় বিজেপির বিপুল জয়ের অনুমানের বিরোধ করেছে শাসক দল তৃণমূল। দেশের বিরোধী দলগুলির মনোবল ভাঙতেই এমন ফল বলে দাবি করে তৃণমূল। এত জল্পনার মাঝে এল ঘাটাল প্রার্থী দেবের বার্তা।

    এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘাটালের এক নেতা-কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব লেখেন, "আরে আমরাই জিতছি। সর্বনিম্ন ২৬টি আসন পাবে তৃণমূল। সর্বাধিক ২৯ থেকে ৩০।" এত জল্পনার মাঝে এভাবেই কর্মীদের মনোবল বাড়ালেন দেব। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাও পোস্ট করেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক যুব সভাপতি সৌরভ চক্রবর্তী। 

    এদিকে ভোট পরবর্তী বুথ ফেরৎ সমীক্ষায় এনডিএ সর্বাধিক ক্ষমতা নিয়ে ফিরে আসার অনুমান করা হয়। কিছু কিছু বুথ ফেরৎ সমীক্ষা ৪০০ পারের ইঙ্গিতও দিয়েছে।

    সমীক্ষা অনুযায়ী, দেশের সবচেয়ে বিশ্বস্ত এগজিট পোল India Today-Axis My India-র বুথফেরত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি পেতে চলেছে ২৬ থেকে ৩১টি আসন।  তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১ থেকে ১৪টি আসন। বাম ও কংগ্রেসের ঝুলিতে শূন্য থেকে ২টি আসন পেতে পারে। এবিপি আনন্দ-এ প্রচারিত C Voter-এর এগজিট পোল রেজাল্ট বলছে, পশ্চিমবঙ্গে ৪২টা আসনের মধ্য়ে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূলের দখলে ১২-১৭টি আসন। বাম-কংগ্রেসের হাতে ১-৩টি আসন। রিপাবলিক বাংলা-র এগজিট পোল বলছে, বিজেপি পেতে পারে ২২টি আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে ২০টি আসন। বাম ও কংগ্রেস শূন্য। অর্থাত্‍ বিজেপি ও তৃণমূলের মধ্যে কড়া টক্কর হতে চলেছে। সেখানে এবারও শূন্যহাতেই ফিরতে হচ্ছে বামেদের। কংগ্রেসেরও বিরাট ভরাডুবি। কারণ গতবার কংগ্রেস দুটি আসন পেয়েছিল। বুথফেরত সমীক্ষা বা Exit Poll সব সময় মিলে যায় এমনটা নয়। তবে এই সমীক্ষা থেকে ভোটের ফল নিয়ে একটা আভাস নিশ্চিতভাবে পাওয়া যায়। তবে চূড়ান্ত ফল জানার জন্য ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • Link to this news (আজ তক)