• বেকসুর খালাস! পাক-হাইকোর্টের রায়ে স্বস্তিতে ইমরান...
    ২৪ ঘন্টা | ০৪ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  সাইফার মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান। সঙ্গে তেহরিক-ই-ইনসাফের নেতা, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও। কীভাবে? নিম্ম আদালতের নির্দেশ খারিজ করে দিল ইসলামাবাদ হাইকোর্ট।

    ঘটনাটি ঠিক কী? একসময়ে পাকিস্তানে প্রধানমন্ত্রী ছিলেন ইমরাম। ক্ষমতাচ্যুত হওয়ার পর অবশ্য় তিনি জেলে। ইমরানের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পিছনে রয়েছে আমেরিকার ষড়যন্ত্র। নিজের অভিযোগ প্রমাণ করার জন্য একটি নথি প্রকাশ্যে আনেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপরই ইমরানের বিরুদ্ধ মামলা দায়ের করা হয় আদালতে।জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসেই সেই সাইফার মামলায়  ইমরান  ও কুরেশিকে ১০ বছরের জেলের সাজা দেয় পাকিস্তানের এক বিশেষ আদালত। কেন? বিশেষ আদালতের রায় চ্য়ালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারক মিয়ানগুল হাসান ঔরঙ্গজেব তাঁদের আবেদন মঞ্জুর করেন। এবং এই মামলা থেকে দুজনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন।  
  • Link to this news (২৪ ঘন্টা)