লোকসভা ভোটের গণনার সময় কোথায় থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা?
আনন্দবাজার | ০৩ জুন ২০২৪
মঙ্গলবার সকাল ৮টা থেকে দেশের সব প্রান্তে শুরু হয়ে যাবে ভোটগণনা। সেই সময় রাজ্য রাজনীতির কুশীলবরা কে কোথায় থাকবেন তা নিয়ে কৌতূহল সব মহলে। প্রত্যাশা মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তাঁর কালীঘাটের বাসভবনে। সেখান থেকেই তিনি রাজ্য তথা জাতীয় রাজনীতির ভোটগণনার দিকে নজর রাখবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃতীয় বারের জন্য তৃণমূল প্রার্থী হয়েছেন। তৃণমূল সূত্রে খবর, অভিষেক থাকবেন কালীঘাটের দফতরে। ডায়মন্ড হারবার লোকসভার ভোটগণনা হচ্ছে দক্ষিণ কলকাতার গোপালনগরের হেস্টিংস হাউসে। জয়ী হলে সেখান থেকেই জয়ের শংসাপত্র আনতে যাবেন তিনি।
রাজ্য বিজেপি নেতাদের তিন জনের মধ্যে দু’জন এ বারের লোকসভায় প্রার্থী হয়েছেন। প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র বদল করেছিলেন শীর্ষ নেতৃত্ব। মেদিনীপুরের বদলে তিনি প্রার্থী হয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সকালের দিকে তিনি থাকবেন তাঁর দুর্গাপুরের ঠিকানায়। গণনার গতিপ্রকৃতি বুঝে যেতে পারেন গণনাকেন্দ্রে। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভায় ফের বিজেপির প্রার্থী। বিজেপি সূত্রে খবর, সভাপতি আগাগোড়া থাকবেন নিজের লোকসভা কেন্দ্রে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপির প্রতীকে কাঁথি লোকসভায় প্রার্থী হয়েছেন। তাই কাঁথি শান্তিকুঞ্জের বাড়ি থেকেই ভাইয়ের নির্বাচনের ফলাফল-সহ রাজ্যের সব কেন্দ্রে নজর থাকবে তাঁর। পরে পরিস্থিতি বুঝে তিনি কলকাতায় আসতে পারেন বলেই বিজেপি সূত্রে খবর।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বরাবরই বহরমপুরে থেকেই নিজের ভোটগণনায় নজর রাখেন। মঙ্গলবারও তার ব্যতিক্রম হচ্ছে না, প্রথম দিকে নিজের বহরমপুরের ঠিকানায় থাকলেও গণনার গতিপ্রকৃতি বুঝে তিনি বহরমপুর লোকসভার গণনাকেন্দ্রে যেতে পারেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদ কেন্দ্রে। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, সকাল থেকেই নিজের গণনাকেন্দ্রে থাকবেন সেলিম। সব রাজনৈতিক শিবির মনে করছে দুপুরের পর কেন্দ্রে কোন দলের সরকার হবে তা স্পষ্ট হয়ে যাবে।