• সুন্দরবনে ৩৮৫টি মেছো বিড়ালের সন্ধান, গণনায় উঠে এল তথ্য
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে ৩৮৫টি মেছো বিড়াল রয়েছে। ২০২১ সালে বনদপ্তর যে গণনা করেছিল, তাতেই উঠে এসেছে এই তথ্য। এই প্রথম মেছো বিড়ালের সংখ্যা জানতে গণনা করা হল সুন্দরবনে। এই রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রথমবারের গণনায় যে সংখ্যক মেছো বিড়ালের খোঁজ মিলেছে, তা যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছে দপ্তর। কারণ এই প্রাণীকে বিলুপ্তপ্রায় হিসেবেই বিবেচনা করা হয়।

    গত বছর ডিসেম্বর মাসে বসিরহাট, সজেনাখালি সহ মোট চারটি রেঞ্জের জঙ্গলে ক্যামেরা বসানো হয়েছিল। সেই ছবি বিশ্লেষণ করে গণনার কাজ শুরু হয়। যাতে ঠিক মতো ছবি ওঠে, তার জন্য দু’টি ক্যামেরার মধ্যে ১.২ থেকে ১.৪ কিলোমিটার ফারাক রাখা হয়েছিল। সেন্সরযুক্ত এই ক্যামেরায় একটি প্রাণীর একাধিক ছবি উঠেছে। তার মধ্যে থেকেই আসল সংখ্যা বের করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বসিরহাট এবং সজনেখালি রেঞ্জে সব থেকে বেশি মেছো বিড়াল রয়েছে। দু’টি জায়গায় যথাক্রমে ১৩০টি এবং ৯৭টি (বাচ্চা সহ) মেছো বিড়াল পাওয়া গিয়েছে। এই শুমারির জন্য এম-স্ট্রাইপস নামের একটি অ্যাপ ব্যবহার করা হয়েছিল। যেহেতু এই কাজ সেবারই প্রথম হয়েছিল, তাই তার আগে বনকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এজন্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছিল। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এক কর্তা বলেন, যেহেতু এবারই প্রথম এমন শুমারি হয়েছে, তাই এর পূর্ণাঙ্গ পর্যালোচনা এখনই করা সম্ভব নয়। দ্বিতীয়বারের ছবি হাতে এলে পার্থক্য বোঝা যাবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)