Bhangar: ভোটগণনার আগের রাতে ভাঙড়ে বিস্ফোরণ, আহত পাঁচ
আজকাল | ০৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভোটগণনার আগের রাতে ফের বিস্ফোরণ ভাঙড়ে। জনা গেছে, ভাঙড় দু’নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত পাঁচ জন। আহতদের মধ্যে রয়েছেন আইএসএফ পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন। আহতদের প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানাপুকুর এলাকায় বোমা বাধার সময়, সামগ্রিতে আগুন লাগে। সেই থেকে বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানা পুলিশ ও কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ। ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, দু’দিন আগে থেকেই উত্তপ্ত রয়েছে ভাঙড়। বিক্ষিপ্ত অশান্তি, বোমাবাজি হয়েছে। গণনার আগের রাতেও হল বিস্ফোরণ।