Election Result: গণনাকেন্দ্রের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট রচনা
আজকাল | ০৪ জুন ২০২৪
মিল্টন সেন, হুগলি: ‘অনেকে তো বলেছেন, রচনার পাশে আছি। কিন্তু সামনে দশ হাজার মানুষ যখন দাঁড়িয়ে থাকে, তার মধ্যে কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম সেটা কি করে বুঝবো। আমি মনে করি, সবার উপর মানুষ সত্য। আমি ভাগ্যে বিশ্বাসী।’ সোমবার সন্ধেয় হুগলি এইচ আই টি কলেজে গণনাকেন্দ্র ঘুরে দেখে এই মন্তব্য করেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এদিন গণনাকেন্দ্র ঘুরে দেখে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রচনা ব্যানার্জি। এদিন তিনি বলেছেন, ‘গত দু’মাস ধরে টানা প্রচার করেছি। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক অভিজ্ঞতা হয়েছে। এটা ভোট গণনার আগে নতুন একটা অভিজ্ঞতা তো বটেই। এখন অনেকটা রিল্যাক্স লাগছে। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে। ভোট মেটার পরও ছুটি পাইনি। অনেকেই ঘুরতে গেছে কিন্তু আমার ঘোরার জায়গা ছিল রাজারহাটের শুটিং ফ্লোর। এক্সিট পোলের উপর বিচার করে কিছু বলব না। এক্সিট পোল অনেক কিছুই বলছে। হুগলি নিয়েও বলেছে। যা হবে, সেটা মেনে নেব। দিদিও মেনে নেবে। প্রচারের সময় দেখেছি কাতারে কাতারে মানুষ ভালবাসা দিয়েছে। তাঁরা ভোট বাক্সে তাঁদের ভোটটা দিয়েছে কিনা, ওটা মঙ্গলবার বুঝতে পারবো।’