• প্রাথমিক ভোট প্রবণতায় বারাণসীতে এগিয়ে মোদী, ওয়েনাড-রায়বরেলিতে এগিয়ে রাহুল
    আজ তক | ০৪ জুন ২০২৪
  • প্রাথমিক ভোট প্রবণতায় পিছিয়ে গেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী কেন্দ্রে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদীর চেয়ে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী অজয় রাই। 

    বারাণসীতে মোদীকেই পিছনে ফেললেন কংগ্রেস প্রার্থী অজয় রাই। ৫ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে গেলেন নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত প্রাথমিক ভোট প্রবণতায় অজয় রাই পেয়েছেন ১৪,৫০৩টি ভোট। আর মোদী পেয়েছেন ৯৫০৫। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এটাই ট্রেন্ড। 

    এদিকে, প্রাথমিক ভোট প্রবণতায় রায়বরেলি থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। নিকটতম বিজেপি প্রার্থীর চেয়ে ১৩,৪৫৪ ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। 

    প্রাথমিক ভোট প্রবণতায় কেরলের ওয়েনাডেও রাহুল গান্ধী এগিয়ে গিয়েছেন। সেখানে ৩১,০৪৫ ভোটে এগিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী। 

    রাহুলকে গতবার হারিয়ে জায়ান্ট কিলার হয়েছিলেন স্মৃতি ইরানি। এবার প্রাথমিক ভোট প্রবণতায় পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। অমেঠিতে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল এগিয়ে। স্মৃতি এগিয়ে রয়েছেন ১০,৪২৩ ভোটে। 
  • Link to this news (আজ তক)