• পাঁচশো বছরের জনপদের ত্রিমুখী লড়াইয়ে প্রসূনের 'অফেন্স'ই কি ম্যাচ জেতাবে?
    ২৪ ঘন্টা | ০৪ জুন ২০২৪
  • ৫০০ বছরের পুরনো জনপদের ভোটলড়াইয়ের তাৎপর্যই আলাদা। হুগলি নদীর তীরবর্তী হাওড়া শহর মূলত শিল্পাঞ্চল। পুরোটাই প্রায় শহরতলি। এখানে গ্রামীণ অঞ্চল শতাংশের হিসেবে খুবই কম। এমন একটা সিটে বাংলার সঙ্গে আরও নানা ভাষাভাষীর মানুষের বসবাস, যেখানে আবার হিন্দির প্রতাপ যথেষ্ট বেশি। ফলে, একদিকে বাঙালি ভাষা-সংস্কৃতির মূল, অন্যদিকে অবাঙালি ভাষা-সংস্কৃতির ফুলপল্লব-- সবটা নিয়েই হাওড়া লোকসভা আসন। আজ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের মাহেন্দ্রক্ষণে তাই রীতিমতো উত্তেজিত হয়ে আছে হাওড়া। দীর্ঘ সময় জুড়ে হাওড়া প্রিয়রঞ্জন দাশমুন্সীর সিট হিসেবেই পরিচিত ছিল। এটি অধিকাংশ সময়ে কংগ্রেসের দখলেই থেকেছে। কিংবা দক্ষিণপন্থী রাজনৈতিক দলের হেফাজতে। সেই ১৯৫২ সাল থেকে ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ১৭ টি লোকসভা নির্বাচনে বামপন্থীরা চারবার দখল নিতে পেরেছে হাওড়ার।

    তৃণমূল-- প্রসূন বন্দ্যোপাধ্যায়
    সিপিআইএম-- সব্যসাচী চট্টোপাধ্যায়
    বিজেপি-- রথীন চক্রবর্তী

    হাওড়া লোকসভার ভোটগ্রহণ ছিল পঞ্চম দফায়, ২০ মে। হাওড়ায় এবার ভোট পড়ল ৭১.৭৩ শতাংশ।

    আসনের ইতিহাস--

    ২০০৬ সালের ডিলিমিটেশন অনুযায়ী, এই আসনটি বিভক্ত ছিল বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা-- এই সিটে। তবে, পরবর্তী ডিলিমিটেশন অনুযায়ী, হাওড়া লোকসভা কেন্দ্রের বিভাজনটা এরকম: বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, ডোমজুড়, সাঁকরাইল। হাওড়ায় কংগ্রেস ও বাম বরবার অল্টারনেট সিস্টেমে জিতে এসেছে। ১৯৫২ সালে এখানে জেতেন কংগ্রেসের সন্তোষকুমার দত্ত। তবে একটা প্রজন্মের কাছে দীর্ঘ সময় জুড়ে হাওড়া প্রিয়রঞ্জন দাশমুন্সীর সিট হিসেবেই পরিচিত ছিল। ১৯৫২ সাল থেকে ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত ১৭ টি লোকসভা নির্বাচনে বামপন্থীরা মাত্র চারবার দখল নিতে পেরেছে হাওড়ার। এটাও ঠিক যে, হাওড়া অধিকাংশ সময়ে দক্ষিণপন্থী দলের দখলেই থেকেছে। দক্ষিণপন্থী রাজনৈতিক দলের হেফাজতে থাকা হাওড়ায় তৃণমূল প্রথম খাতা খোলে ২০০৯ সালে। অম্বিকা ব্যানার্জীর হাত ধরে। ষোড়শ লোকসভা লড়াইয়ে তৃণমূলের হয়ে প্রার্থী হন আজকের প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং জেতেন। 

    ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল---

    হাওড়ায় গত বার জয়ী তৃণমূল কংগ্রেস। ব্যবধান-- ১,০৩,৬৯৫। গত লোকসভা নির্বাচনে এখানে বিজয়ী হয়েছিলেন ৫ লাখ ৭৬ হাজার ৭১১ ভোট পাওয়া তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়।  
  • Link to this news (২৪ ঘন্টা)